Wellcome to National Portal
Main Comtent Skiped

future plans

ভবিষ্যৎ পরিকল্পনা:

ভূ-উপরিস্থ পানি সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য সকল খাল, পুকুর, দীঘি, বিল পুনঃ খনন, ছোট নদী সমূহ পুনঃ খনন এবং রাবারড্যাম সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ। পদ্মা, গোমানী ও যমুনা নদী হতে পানি সরবরাহ পূর্বক সেচ সম্প্রসারণ। সোলার পাম্প ব্যবহারের মাধ্যমে সেচ এলাকা সম্প্রসারণ। ধানের পরিবর্তে স্বল্প পানি প্রয়োজন হয় এমন ফসল উৎপাদন এবং বোরো ধানের পরিবর্তে আউশ ধান চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বনায়ন, সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভূ-গর্ভস্থ সেচনালা (বারিড পাইপ) সম্প্রসারণ এবং পানি সাশ্রয়ী আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহার করা।

২০২২-২৩ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

  • ২৮৬ টি সেচযন্ত্র রক্ষণাবেক্ষণ ও ব্যবহার।
  • ১০০০০ হেক্টর জমিতে সেচ প্রদান, এবং
  • ১ দশমিক ৪৩ কোটি টাকা সেচচার্জ আদায়।